নাভারণে কোকো স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো স্মরণে শার্শা উপজেলার নাভারণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বুরুজবাগান হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ওয়াছি উদ্দিন ফুটবল একাদশ বনাম শার্শা উপজেলা ছাত্রদলের সবুজ হোসেন ফুটবল একাদশ। খেলায় প্রথমার্ধে উপজেলা ছাত্রদলের সবুজ হোসেন ফুটবল একাদশের ১০নং জার্সিধারী খেলোয়াড় সুজন ১টি গোল করে দলকে এগিয়ে নেন। এরপর খেলার দ্বিতীয়ার্ধে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ওয়াছি উদ্দিন ফুটবল একাদশের ৬ নং জার্সিধারী খেলোয়াড় শিমুল ১টি গোল করে দলকে সমতায় নিয়ে আসেন। খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই আর কোনো গোল করতে পারেনি। এরপর ওয়াছি উদ্দিন ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৫ গোলের ব্যবধানে হারিয়ে সবুজ হোসেন ফুটবল একাদশের জয় হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন সবুজ হোসেন ফুটবল একাদশের ইমন। অপর দিকে সেরা খোলোয়াড় নির্বাচিত হন ওয়াছি উদ্দিন ফুটবল একাদশের শিমুল।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির। আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, মনিরুল ইসলাম মনি, ইঞ্জিনিয়ার আবু হাসান, আহসান হাবিব খোকন, যশোর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বিট, যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুল ইসলাম খান রিয়েল, যশোর জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, যুগ্ম সম্পাদক হাসান আহম্মেদ, শার্শা বিএনপি নেতা আব্দুল মাজেদ,মোফাজ্জেল হোসেন রাজু, মুনছুর আলী, আব্দুল অহেদ, মামুনুর রশিদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।