কুয়েটের নবনিযুক্ত ভিসিকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

0

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচারিত সংবাদের প্রতিবাদে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিন্ন ব্যানারে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, দপ্তর ও শাখা প্রধান, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এমই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাফতি আনছারী ও ফাহিম আল গালিব, ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ মুজাহিদ ও ইসিই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী জাহিদুর রহমান বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে বলেন, কুয়েটের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে এসব অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোাদিত সংবাদ প্রচার করা হয়েছে।
এছাড়া সাধারণ শিক্ষকের মানববন্ধনের এমই অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) রাজু আহাম্মদ, ড. এমএ রশিদ হলের প্রোভোস্ট প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম, রোকেয়া হলের প্রোভোস্ট প্রফেসর ড. মো. আশরাফুল আলম ও হিউম্যানিটিস এন্ড বিজনেস বিভাগের প্রফেসর ড. রাজিয়া সুলতানা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি।