কালীগঞ্জে আ.লীগের ২৫ নেতাকর্মীর নামে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের মামলা

0

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ শহরে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের ঘটনায় নিমতলা বাসস্টান্ডের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমান পিন্টু কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় সাবেক পৌরমেয়র মোস্তাফিজুর রহমান বিজু ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানীসহ আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুজ্জান রাসেল, সাবেক এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু,নাসির চৌধুরী, গোলাম রসুল প্রমুখ ।

মামলার বাদি মতিয়ার রহমান পিন্টু অভিযোগে উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে উল্লে¬খিত আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলার প্রস্তুতি নেয়। এ সময় তারা রামদা, চাইনিজ কুড়াল,হাসুয়া, লোহার রড প্রভৃতি নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ফ্রিজ, আসবাবপত্র, ডেকরেশনে ২০টি চেয়ার ভাংচুর করে ও লুটপাট চালায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ টাকা। এছাড়া আসামিরা তার দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। মামলার সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ ।