হাথুরুসিংহে ফিরবেন কবে জানালো বিসিবি

0

স্পোর্টস ডেস্ক॥ পাকিস্তানকে টেস্টে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। তবে স্বস্তিতে নেই দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জাতীয় দলে তার ভবিষৎ নিয়ে রয়েছে শঙ্কা।
পাকিস্তান থেকে ফিরে পর দিনই অস্ট্রেলিয়া চলে যান হাথুরু। কবে দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তবে বিষয়টি খোলাসা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এ সময় তিনি বলেন, ‘হাথুরু অস্ট্রেলিয়া থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। কোনো শঙ্কা নেই, তিনি যথাসময়ে ফিরে আসবেন।’
আসন্ন ভারত সিরিজ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘পুরো দলকে পাওয়া যাবে, ইনজুরির কোনো সমস্যা নেই। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেটে খেলতে গেছেন, তবে বাকিরা সবাই উপস্থিত থাকবেন।’
তিনি আরও বলেন, ‘৯ সেপ্টেম্বর থেকে পুরো দলের অনুশীলন শুরু হবে। আবহাওয়ার কিছু সমস্যা হতে পারে, তবে আমরা সাধ্যমতো প্রস্তুতি নেব।’