যশোরে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ঘটনায় থানায় মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর ও সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় শ্রমিক নেতা মোর্ত্তজা হোসেন উল্লেখ করেছেন, গত ২৩ আগস্ট নড়াইল থেকে ছেড়ে আসা একটি বাস সন্ধ্যায় যশোর শহরের মনিহার এলাকার বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। ওই বাসের এক নারী যাত্রীর সাথে ভাড়া নিয়ে সুপারভাইজার আকাশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই নারী যাত্রী মোবাইল ফোন করলে তার ছেলেসহ ৪/৫ জন সেখানে আসেন। এ সময় সুপারভাইজার আকাশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে তারা সেখান থেকে চলে যান। কিন্তু এ ঘটনার ১০/১৫ মিনিট পর ফের নারী যাত্রীর ছেলের নেতৃত্বে অজ্ঞাতনামা ২৫/৩০ জন ছাত্রবেশের লোকজন আসেন এবং অতর্কিতভাবে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ ২৪/২৫টি বাস ছাড়াও কাউন্টার ভাঙচুর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর ঘটনায় অভিযুক্ত সুপারভাইজার আকাশকে হেফাজতে নেয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতনামা ২৫/৩০ জন পূর্ব পরিকল্পিতভাবে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা আলমারিতে রেখে দেওয়া নগদ সাড়ে ৩ লাখ টাকা এবং প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র নিয়ে যায়।