ইউএনও জহুরুল ইসলামকে বদলি না করার দাবিতে লোহাগড়ায় মানববন্ধন

0

 

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পরিচিত মো. জহুরুল ইসলামকে নড়াইলের লোহাগড়া উপজেলায় রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। ইউএনওকে বদলি করা হচ্ছে এমন খবরে শুক্রবার সকালে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আয়োজনে ও অংশগ্রহণে এ মানববন্ধন হয়। চলতি বছর ২ এপ্রিল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেন তিনি।
লোহাগড়া উপজেলা পরিষদ গেটের সামনের সড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, শ. ম লুৎফর রহমান,মো. মিলু শরীফ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, ইঞ্জিনিয়ার মো. তাইবুল হাসান, সালেহা বেগম, আব্দুস সবুর,মসিয়ার রহমান সান্টু, আহাদুজ্জামান বাটু, সাইফুল্লাহ মামুন, সৈয়দ আহাদুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।
বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স বলেন, জহুরুল ইসলাম লোহাগড়ায় যোগদানের পর থেকেই প্রতিটি সরকারি অফিসে শৃঙ্খলা ফিরতে শুরু করে। বেসরকারি প্রতিষ্ঠানেও তার পদচারণা ছিলো প্রশংসনীয়।