চৌগাছায় বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌগাছার নারায়নপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে স্থানীয় কাঁদবিলা বাজারে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। প্রধান বক্তার আলোচনা করেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক চৌগাছা সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক।
বিএনপি নেতা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির অলোচনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, বিএম আজিম উদ্দিন, শরিফুল ইসলাম।
অন্যানের মধ্যে আলোচনা করেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শ্রমকি নেতা আতিয়ার রহমান, প্রভাষক বিএম হাফিজুর রহমান, আজগার আলী, ইউনিয়ন বিএনপি নেতা মজনুর রহমান, আবু সালাম, কৃষকদলের উপজেলা শাখার সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।