বাঘারপাড়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বিভিন্ন দাবি আদায়ে যশোরের বাঘারপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঘারপাড়া উপজেলা শাখা ইসলামী আন্দোলনের আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা সদরের চৌরাস্তা চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হজরত মাওলানা শোয়াইব হোসেন।
বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি রুহানী কবি মাওলানা বেলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন, যশোর জেলা শাখার সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শাখার সাবেক সভাপতি হজরত মাও. অধ্যক্ষ নাজমুল হুদা, যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সর্দার, ইসলামী যুব অন্দোলনের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক বায়েজিদ হোসেন, জাতীয় ওলামা মশায়েক ও আইনসভা পরিষদের বাঘারপাড়া শাখার সভাপতি মাও. মোহাম্মদ আবু তাহের ও বাংলাদেশ মুজাহিদ কমিটির বাঘারপাড়া শাখার সভাপতি মাও. ওয়ালিউর রহমান। এছাড়ও বক্তব্য রাখেন মাওলানা ওয়ালিউল্লাহ, ইঞ্জিনিয়ার মাওলানা মাসুম বিল্লাহ, ছাত্রনেতা এস হাসিবুর রহমান প্রমুখ।