চুড়ামনকাটিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

চুড়ামনকাটি (যশোর)সংবাদদাতা॥ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলোয়ার কল্যাণ একাডেমির উদ্বোধন উপলক্ষে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে নবগঠিত খেলোয়ার কল্যাণ একাডেমি ও আমজেদ আলী ফুটবল একাডেমি। তারকা খেলোয়ার মান্নাফ রাব্বির গোলে ১-০ গোলে বিজয়ী হয় খেলোয়ার কল্যাণ একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কর্নেল মেহের মহব্বত(অব.)। বিশেষ অতিথি ছিলেন, গোলাম মোস্তফা মন্টু, আফিল উদ্দিন, আব্দুল মোনায়েম, ইমন তরফদার, জাহিদ হাসান বিপুল, তৌহিদ আহম্মেদ প্রমুখ।