৫৭ জনের সাজা মওকুফ করলো আরব আমিরাত

0

লোকসমাজ ডস্কে ।। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বলেছেন যে সংযুক্ত আরব আমিরাতের (ইউ এ ই) ফেডারেল আদালতের দ্বারা দোষী সাব্যস্ত ৫৭ জন বাংলাদেশির (যারা হাসনিা সরকার কর্তৃক শিক্ষাথীদের উপর গুলি বর্ষনের প্রতিবাদে মিছিল করেছিলো) সকলের জন্য সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে।

“ইতিপূর্বে সংযুক্ত আরব আমরিাতরে ফেডারেল আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া ৫৭ জন বাংলাদেশিকে আজ সংযুক্ত আরব আমরিাতরে রাষ্ট্রপতি হজি হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করছেনে,” তিনি এখানে সম্পাদকদের সাথে এক বৈঠকে বলেছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদকর্মীদরে নিশ্চিত করেছেন যে ক্ষমা করা ব্যক্তিদের শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।