শার্শার গোগা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের অনিয়মের বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার গোগা বাজারে ৮ দফা দাবিতে ছাত্র -জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গোগা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্ন, উন্নয়ন ও নীতিগত পরিবর্তনসহ ৮ দফা দাবিতে এ মানববন্ধন হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে ৪ বাস্তার মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ করেন ছাত্র- জনতা। এ সময় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের অনিয়মের প্রতিকার দাবি করা হয়।