ফেনীর বানভাসিদের জন্যে শালিখার ত্রাণ

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ ভারতীয় উজানের পানি ও টানা বর্ষণে বন্যায় কবলিত হয় ফেনী জেলার অধিকাংশ গ্রাম। এতে করে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি মানবেতর জীবন যাপন করছে। সেখানে খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে । স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু। ফলে অধিকাংশ জায়গায় ত্রাণের জন্যে হাহাকার দেখা দিয়েছে। তাদের সাহায্যে এখান থেকে একটি টিম ত্রাণ নিয়ে রওনা দিয়েছে ফেনীর উদ্দেশে।
মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, বন্যা দুর্গতদের সাহায্যে শালিখা উপজেলাবাসী ও তরুণ সমাজের এটি একটি সম্মিলিত উদ্যোগ।
তিনি জানান, ১৫ জনের একটি টিম ৬০০ টি পরিবারের জন্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর উদ্দেশ্যে। প্রতিটা প্যাকেটে আছে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি পেঁয়াজ,১ লিটার তেল,৫ কেজি লবণ,স্যালাইন,ওষুধ ও ১ টি লুঙ্গি। এছাড়াও টিমে একজন চিকিৎসক থাকছেন।