রামপালে বিএনপির পথসভা

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তের পথ বেয়ে ৫ আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এ অর্জন সমগ্র দেশের ছাত্র-জনতার অর্জন। শুক্রবার বিকেলে রামপাল উপজেলার গৌরাম্ভা বাজারে বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার মুজিবর জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মো. আসাদুর রহমান, আমিনুল ইসলাম কুটি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান প্রমুখ।