মহম্মদপুরে প্রকৌশলী সাদ্দাম হোসাইনের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

0

মহম্মদপুর (মাগুরা)সংবাদদাতা॥ মহম্মদপুর উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসাইনের অনিময় ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঠাকুরের হাট এলাকার প্রধান সড়কে মানববন্ধন করেন স্থানীয়রা। এই মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের প্রায় মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, উপজেলার ঠাকুরের হাঠ এলাকায় টয়লেট প্রকল্পের কাজ না করেই উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসাইন ও কার্যসহকারী নাজমুল হোসেন সাদ্দাম বিল উত্তোলন করেন ‘নাহিয়ান ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ হয়। প্রকাশের পর টনক নড়ে তাদের। এরপর ঠাকুরের হাট এলাকায় টয়লেট নির্মাণের জন্যে মরিয়া হয়ে ওঠেন উপজেলা এলজিইডি বিভাগের ওই প্রকৌশলী ও কার্যসহকারী।