কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদ উদ্ধার

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ২৫২ বোতল ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২টি ধারালো দা উদ্ধার করেছে। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ওই অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবির ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে গেলে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড গুলি ছোড়েন। চোরাকারবারীরা ওইসব মাদকদ্রব্য ফেলে ভারতের সীমানায় পালিয়ে যায়।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।