যশোরে ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা, ফ্যাসিবাদের পতনের পর এখন রাষ্ট্র সংস্কার জরুরি

0

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর আয়োজিত ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের পর এখন রাষ্ট্র সংস্কারের জরুরি হয়ে পড়েছে। একটি সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র ও সরকার কাঠামোর পরিবর্তনের বিকল্প নেই। বক্তারা বলেন, দেশের মানুষ এখন দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং ন্যায়বিচারের বাংলাদেশ দেখতে চায়। তাই রাষ্ট্রের ভেঙে পড়া প্রতিটি সেক্টরের অসৎ, চাটুকার এবং অযোগ্যদের চিহ্নিত করে সেখানে সৎ, দক্ষ ও যোগ্য লোক নিয়োগ দিয়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা খাতকে ঢেলে সাজাতে হবে।
শনিবার বিকেলে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির তৃতীয় তলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ৯০-এর গণ আন্দোলনের ছাত্র নেতা মেহেদি উর রহমান টুটুল।
আলোচনা সভায় বক্তরা বলেন, স্বাধীনতার ৫৩ বছর দেশের ছাত্র-জনতার বুকের তাজা রক্ত দিয়ে একটি সফল গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশায় রাষ্ট্র সংস্কারের কথা বলছি। অথচ এটি মুক্তিযুদ্ধের সময় সব ফয়সালা বা নির্ধারিত ছিলো। কিন্তু এই ৫৩ বছরে আমরা সেটি থেকে বঞ্চিত হয়েছি। এখন এদেশের ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার কতটা জরুরি তা এখন সবাই হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। তাই আগামীতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, বিচার বিভাগ এবং অর্থনৈতিক খাতকে দ্রুততম সময়ে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। বিচার বিভাগেরও সংস্কার বড় প্রয়োজন। পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন হওয়া জরুরি।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর আমজাদ হোসেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রফেসর মাহবুব মুর্শিদ শাহীন, বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. কায়েস শামীম পলাশ, প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শরিফুল আলম মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান, সাবেক ছাত্র নেতা মাসুদ আহমেদ প্রিন্স, ইমরান খান, জান্নাতুল ফোয়ারা অন্তরা প্রমুখ।