রামপাল হত্যা মামলায় সাক্ষী দেওয়ায় হামলা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে কুমলাই গ্রামের আলোচিত হামিদ হাওলাদার হত্যা মামলায় আদালতে সাক্ষী দেওয়ায় সুমন হাওলাদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সুমনের স্ত্রী রুমা বেগম।
অভিযোগে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামে ১৩/১৪ বছর আগে হামিদ হাওলাদারকে অপরিকল্পিতভাবে ঘুমের ট্যাবলেট খাইয়ে ও শ্বাসরোধ করে স্বামী হামিদকে হত্যা করে তার নিজ স্ত্রী রেবা বেগম। এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সার্জশিট দেয়। ওই হত্যা মামলাটি বাগেরহাটের আদালতে বিচারাধীন। ওই মামলায় সাক্ষী করা হয় সুমনকে। সুমন আসামি রেবা বেগমের বিরুদ্ধে আদালতে সাক্ষী প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আসামি রেবার ছেলে রিয়াদ হাওলাদার ও জিহাদ হাওলাদার তার মায়ের পক্ষ নিয়ে সম্প্রতি সুমনের বাড়িতে গিয়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ২০ আগস্ট বাড়িতে ঢুকে ভাংচুর ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিয়াদ ও জিয়াদ হাওলাদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ অভিযোগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।