ভারতের ডম্বুরগেট খুলে দেওয়ার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বর্ষা মৌসুমে ডম্বুরগেট খুলে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশে বন্যার পানি ঢুকিয়েছে ভারত। সীমান্তবর্তী মানুষের ক্ষতি করার প্রতিবাদে বেনাপোলে ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বেনাপোল ডিগ্রি কলেজ,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়,বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তব্য দেন, বেনাপোল হাইস্কুলের প্রবীণ শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মহসীন আলী,আবু তালহা ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, পূর্ব সতর্কতা ছাড়াই ভারত তাদের বন্যার পানি সরাতে ডম্বুরগেট খুলে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টি করেছে। ভারত এর দায় এড়াতে পারে না।