যশোর চেম্বারের নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ এর স্থগিত আদেশ প্রত্যাহার এবং দ্রুত নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার সংগঠনটির সাবেক সভাপতি মিজানুর রহমান খানের নেতৃত্বে ব্যবসায়ীরা স্মারকলিপি পেশ করেন।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সাংবাদিকদের বলেন, ২০১১ সালে যশোর চেম্বার অব কমার্সের সর্বশেষ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের পরে আমাদের (নির্বাচিত প্রতিনিধি) তখন দায়িত্ব প্রদান না করে এক বছর পর দায়িত্ব প্রদান করা হয়। আমরা সেই মেয়াদের দায়িত্ব পালন শেষে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য আয়োজন করছিলাম, ঠিক সেই সময় একপ্রকার বলপ্রয়োগ করে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। ফলে প্রশসাকের কাছে দায়িত্ব হস্তান্তর করি এবং ২০১৪ সালের জুন মাস থেকে আজ পর্যন্ত যশোর চেম্বারে নির্বাচন হয়নি। গত ২০২৩ সালের ৭ জানুয়ারি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। সেই নির্বাচনের আগে আমাকে গ্রেফতার করা হয়েছিল এবং আমার কর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছিল। ওই বছরের ৩ জানুয়ারি আমি জামিনলাভের পর ৪ জানুয়ারি তারা (প্রতিপক্ষ) নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে অত্যন্ত সুকৌশলে নির্বাচন বন্ধের জন্য যশোরের আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত খারিজ করাসহ দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। কিন্তু পরিতাপের বিষয় হলো স্থানীয় প্রশাসন, প্রশাসক বা নির্বাচন বোর্ড, আপিল বোর্ড সেই নির্বাচনটি সম্পন্ন না করে কিংবা তাদের মেয়াদও বৃদ্ধি না করে চেম্বারকে অরক্ষিত অবস্থায় রেখে দিয়েছে। প্রশাসকের মেয়াদ বৃদ্ধি করে এক মাসের মধ্যে কিংবা অনতিবিলম্বে যশোর চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হোক। যশোরের ব্যবসায়ী সমাজের মাদার সংগঠন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের সুখে দুখে তাদের পাশে থাকুক, সেই কাজগুলোর গতিশীলতা আনার জন্য আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি।
আদালতের নির্দেশনার পরও দীর্ঘ সময়ে নির্বাচন না করা আদালত অবমাননার সামিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আদালত অবমাননার পাশাপাশি এর আগে জেলা প্রশাসক বরাবর পরপর দুটি আবেদন দিয়েছিলাম। কিন্তু সেই আবেদন দুটি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারী যারা জগদ্দল পাথরের মত যশোর চেম্বারের বসে আছে, তারাও জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেনি। তারাও চায় এই চেম্বারে নির্বাচিত কেউ না আসুক, কারণ হরিলুট করার স্বর্গরাজ্য হিসেবে দীর্ঘ দিন তারা এই জায়গায় বসে থাকতে চায়।
জেলা প্রশাসকের পক্ষে যশোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন। তিনিও দ্রুত সময়ের মধ্যে যশোর চেম্বারের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী শান্তনু ইসলাম সুমিত, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, সিনিয়র সহ-সভাপতি তানভিরুল ইসলাম সোহান, জেলা পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি মফিদুল হক রাজু, সিটি প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি এস আর আজাদ, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজন, যশোর কালেক্টরেট মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নেছার আহমেদ মুন্না, রিপন অটোর চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু,