দামুড়হুদায় ১৬ কেজি রূপা উদ্ধার বিজিবির

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার ভারত সীমন্তবর্তী দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬ কেজি ৩০০ গ্রাম ওজনের রূপা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।
শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকর্মীদের ্এ তথ্য দেন। মেইল বার্তায় জানানো হয়, ঠাকুরপুর বিওপি টহল এদিন সকাল পৌনে ৭টার দিকে এক ব্যক্তিকে সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার দিকে মোটরসাইকেল চালিয়ে যেতে দেখে। তাকে দাঁড় করাতে গেলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এরপর বিজিবি সদস্যরা মোটরসাইকেলে ঝোলানো একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেন। উদ্ধারকরা ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬ কেজি ৩০০ গ্রাম রূপা ও ওই মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে হাবিলদার শওকত আলী বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন।