নড়াইলে ড্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল সদর হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নড়াইল জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক ডা. শরীফ সাহাবুর রহমান। ড্যাবের নড়াইল শাখার সদস্য সচিব ডা. মুশিউর রহমান বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ডা. কামরুল হাসান মিলু। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ডা. শ্যামল কৃষ্ণ সাহা,নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফ্ফার। এ ছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডা. বিল্লাল হোসাইন, ডা. মোশফেকুর রহমান,ডা. মো. শামীম,ডা. শেখ আবুল হাসনাত, ডা. আশিকুল হক,ডা. মেহেদী হাসান ভুঁইয়া,ডা. মশিউল আজম,ডা. মো. ওয়াহিদুল্লাহ,ডা. ফুজিয়া ইয়াসমিন লিজা প্রমুখ। ড্যাবের নেতৃবৃন্দ এক জায়গায় মিলিত হয়ে সংগঠনকে শক্তিশালী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।