ঝিকরগাছায় ৬ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ নারীর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদাতা ॥ ঝিকরগাছায় নিখোঁজের ৬মাসেও সন্ধান মেলেনি আস্ত্রনা মজুমদার (৪২) নামের এক নারীর। তিনি ঝিকরগাছা পৌর সদরের ৪নং ওয়ার্ড মিস্ত্রীপাড়ার কালীপদ মজুমদারের মেয়ে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করেছেন নিখোঁজের বাবা।
জিডি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পৌর সদরের ২নং ওয়ার্ড এলাকা থেকে আস্ত্রনা মজুমদার হারিয়ে গেলেও দীর্ঘ ৬মাসেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সন্ধ্যায় বাবা কালীপদ মজুমদার (৯১) ঝিকরগাছা প্রেস ক্লাবে এসে মেয়েকে খুঁজে পেতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। নিজেদের আত্মীয়-স¦জনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে। এমনকি তিনি ট্রেন ও বাসে করে দেশের বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছেন। কেউ সন্ধান পেলে ০১৯৬৬-০৯৯৩৮৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আস্ত্রনার বাবা কালীপদ মজুমদার।