অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার প্রেমবাগে পুকুরে ডুবে নাসিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার প্রেমবাগ স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাসিম ওই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে। জানা গেছে, এদিন দুপুরে নাসিম খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে এক শিশু পানিতে ভাসতে দেখে তার মাকে খবর দেয়। পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম বলেন শিশুটির মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি, বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।