মনিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুরের সমন্বয়করা বলেছেন, স্বৈরাচারীবিরোধী এ আন্দোলনের সাথে যেসব শিক্ষার্থী যুক্ত আছেন, তারা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে হটাতে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছেন-তাদের রুহের শান্তি কামনা করে বলেন, বর্তমানে যে প্রেক্ষাপট চলছে তা আমরা আশা করিনি। প্রশাসনের সাথে যেকোন সহিংসতা প্রতিরোধ করা হবে। বুধবার রাতে মনিরামপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে সমন্বয়করা বলেন, মনিরামপুরে যে সহিংসতা শুরু হয়েছে সে সম্পর্কে আপনারা সত্য উদ্ঘাটন করে নিয়মিত সংবাদ প্রকাশ করুন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য স্বাধীন একটি সরকার আমাদের কাম্য। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমন্বয়ক মনিরুজ্জামান, ফয়সাল মাহমুদ, তাসনিম হাসান বর্ষা, মাকসুদুল হাসান রোহান। এসময় সহসমন্বয়ককারী হাসাইন ইকবাল সানি, তাজুওয়ার তাহমিদ, ফাহিম, আফরিন সুলতানা আনিকা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আগে কখন কার সাথে শত্রুতা রয়েছে তা নিয়ে এ মুহূর্তে এক শ্রেণির দুর্বৃত্ত সেটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিশোধ নিচ্ছে। যার দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর দচাপানোর চেষ্টা চলছে। সমন্বয়করা বলেন, কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটলে সে সম্পর্কে আমাদেরকে অবহিত করুন। প্রশাসনকে সাথে নিয়েই আমরা সেটা মোকাবিলা করবো। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো নির্যাতন, লুটপাট, মন্দির ক্ষতিগ্রস্ত করুক সেটা কাম্য নয়।