সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না: ফয়জুল করীম

0

লোকসমাজ ডেস্ক॥ সরকারের পতন না হওয়ার পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। রোববার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করীমের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব ও কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে ছাত্র-জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফয়জুল করীমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। শাহবাগ চত্বরে ছাত্র-জনতার উদ্দেশ্যে ফয়জুল করীম বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছি। ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতিও জানিয়েছি। এটা এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণি, পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বিজয় সন্নিকটে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এই আন্দোলন শেষ হবে না।
আমরা ছাত্রজনতার আন্দোলন সংগ্রাম আছি এবং থাকবো।
তিনি বলেন, সারা দেশের ওলামা, শ্রমিক-জনতা, প্রশাসনের কর্মচারী, কর্মকর্তা, ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের জনগণকে আন্দোলনে নেমে আসার আহ্বান জানাচ্ছি।
আমরা মরার জন্য একসাথে হলে কেউ আমাদেরকে মারতে পারবে না। আর বাচাঁর জন্য ছিন্নভিন্ন হলে কেউ বাঁচবো না। কাজেই একসাথে থাকবো, একসাথে আন্দোলন গড়ে তুলবো। ছাত্র-জনতার বিজয় হবেই, ইনশাআল্লাহ।