বৃষ্টিতে বাগেরহাট শহরের অলিগলিতে হাঁটুপানি

0

বাগেরহাট সংবাদদাতা ॥ দু দিনের টানা বৃষ্টিতে বাগেরহাট পৌর শহরের নিচু এলাকা ডুবে গেছে। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। পৌরবাসী দ্রুতই জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।
বুধবার রাত থেকে লাগাতার বৃষ্টিপাতে শহরের শালতলা, পিটিআই মোড়, খারদার স্কুল রোড়,হাসপাতাল মোড়সহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরের সামনে হাঁটু পানি জমে থাকায় উৎকণ্ঠায় পড়েছে শহরবাসী। শহরের এসব পানিবন্দি পরিবারগুলো এখন দুর্বিষহ জীবনযাপন করছেন।
বৃষ্টিপাতে বেশি দুর্ভোগে পড়েছে নি¤œআয়ের মানুষ। ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকার কারণে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটু সমান পানির মধ্যেই যাতায়াত করতে হচ্ছে জনসাধারণকে। দ্রুত পানি নিষ্কাশনের দাবি এলাকাবাসীর।
শুক্রবার দুপুরে বাগেরহাট শহর ঘুরে দেখা গেছে, খোদ পৌরসভার কার্যালয়ের সামনের সড়ক , শহরের খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা, খারদার, মিঠাপুর পাড়, মেইন রোডের পুরাতন বাজার মোড়, পোস্ট অফিসের সামনে, পুরাতন কোর্টসহ অধিকাংশ সড়কে বৃষ্টির হাঁটু সমান পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠানসহ শহরের প্রধান কাঁচা বাজার, মাছ বাজারেও পানিতে প্লাবিত হয়।
রিকশাচালক হারুন বলেন, শহরের রাস্তাগুলো ভাঙাচুড়া, এরইমধ্যে লাগাতার বৃষ্টি । বৃষ্টি হলেই শহরের অধিকাংশ রাস্তায় জমে থাকে হাঁটু পানি। যাত্রী পাওয়া যায় না। ইনকাম করতে কষ্ট হয়। বৃষ্টিতে মোটর নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানির সাথে ড্রেনের নোংরা পানি মিশে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। এতে আমাদের দুর্ভোগের শেষ নেই।
শিশু হাসপাতালের পেছনে বসাবসকারী সঞ্চিতা নামের এক নারী বলেন, সামান্য বৃষ্টি হলেই ঘরের মেঝেতে পানি উঠে যায়। দু দিন ধরে রান্না বন্ধ, শুকনা খাবার খাচ্ছি। আমাদের এখানকার ৬টি পরিবাবের একই অবস্থা। পানি নিষ্কাশন না হওয়া পযন্ত আমরা দুর্ভোগ থেকে মুক্তি পাবো না।
পথচারি জুলফিকার আলী বলেন,ড্রেনের মুখগুলো দিয়ে পানি সরে না। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাঁটু সমান ময়লা পানির মধ্যেই চলাচল করতে হচ্ছে। আমরা দ্রুতই এ সমস্যার সমাধান চাই।