বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বিএনপির গণমিছিল নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করুন : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এক ব্যক্তির (প্রধানমন্ত্রী) দম্ভ, জিদ ও মানুষকে তুচ্ছ -তাচ্ছিল্যের কারণে আজ শত শত মানুষ জীবন দিয়েছে। সেই ব্যক্তিকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তার পদত্যাগই বর্তমান সমস্যার সমাধান।
ছাত্র গণহত্যা, নির্যাতন-নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুক্রবারের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে যশোরে বিএনপির ছাত্র -জনতার বিশাল গণমিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে জুমার নামাজ শেষে মনিহার এলাকা থেকে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে ছাত্র- জনতার বিশাল গণমিছিল বের হয়। মিছিলে জেলা বিএনপি, অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার ছাত্র এবং সাধারণ জনতা অংশ নেন। মিছিলটি আর এন রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এদিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আমরা সরকার বাহাদুরকে এই কর্মসূচি থেকে স্পষ্ট একটি বার্তা দিতে চাই। যতক্ষণ না পর্যন্ত ছাত্রদের ৯ দফা দাবি আদায় হচ্ছে এবং তাদের দাবি পূরণের পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সচেতন এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা ছাত্র সমাজের পাশে আছি, থাকবো। আর যদি আমাদের একটি ভাইয়ের গায়ে ফুলের টোকাও পড়ে আমরা যে কোনো মূল্যে তার প্রতিশোধ নেব ইনশা আল্লাহ।