চৌগাছায় ১০ লাখ খেজুর গাছের বীজ বপণ উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ১০ লাখ খেজুর গাছের বীজ বপণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বেলন বিলে বীজ বপণ কমসূচির উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।
এ সময় তিনি বলেন, যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মহাপরিকল্পনার অংশ হিসেবে খেজুর গাছের বীজ বপন করা হয়েছে। ইতঃপূর্বে খেজুর গাছের চারা রোপণ করা হয়। গাছগুলো বেড়ে ওঠার জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে এবং খেজুর গাছ ও চারার পরিচর্যা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, আওয়ামী লীগ নেতা বীরেন ঠাকুর, ইউপি সদস্য আব্দুল মান্নান, ফখরুল ইসলাম, মশিয়ার রহমান, জালাল উদ্দিন, গাছি হরিপদ দাস, আব্দুর রাজ্জাক, মিসকিন আলী, নজরুল ইসলাম, আবুল কাশেম, তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।