ফুলতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা বাজারের খান সু স্টোরের স্বত্বাধিকারী শাহানেওয়াজ খান বাবু (৫৩) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় বাবু খান তার ভায়রাভাই আসলাম (৬৫) কে নিয়ে মোটরসাইকেলে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে রাজঘাট জেজেআই মিলের অদূরে ট্রাকের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপরে পড়েন। মাথায় গুরুতর জখম হলে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার ভায়রাভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসলাম হোসেন ভুইয়াকে সম্মিলিত সামরিক হাসপাতাল খালিশপুরে ভর্তি করা হয়।