বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু

0

এম এ সবুর রানা, রামপাল (বাগেরহাট) ॥ বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত সোমবার থেকে তদন্তে নেমেছেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম। রামপালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র প্রকল্পের পিজি গ্রুপের সদস্য মাসুম বিল্লাহ ও মনোয়ারা খাতুনসহ কয়েকজন সদস্যের অভিযোগে জানা গেছে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ রামপালে অতিরিক্ত দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় উপকারভোগীরা প্রতিকার চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত ওই অভিযোগে তারা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রাণিসম্পদ দপ্তরের আওতাধীন এলডিডিপি প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এই পিজি গ্রুপের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষনের আয়োজন করা হয়ে থাকে।
অভিযুক্ত বাগেরহাটের ডিএলও জয়দেব কুমার সিংহ বলেন, আমি এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালনকালে খামারিদের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছি। তাছাড়া কাজ করলে ভুল হয়। দুয়েকজন হয়তো ভুল বুঝে অভিযোগ করেছেন। ওই অভিযোগ আদৌ সত্যি নয়। আমি কোন দুর্নীতি বা স্বজনপ্রীতি করিনি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে, অপেক্ষা করুন তদন্ত শেষে সব জানা যাবে।
অভিযোগের বিষয়ে খুলনা জেলা প্রাণিসম্পদ ও তদন্ত কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগের বিষয়ে আমরা তদন্তের কাজ শুরু করছি। তবে প্রাথমিক তদন্তে অনিয়মের বিষয়ে কিছু পরস্পরবিরোধী কিছু অসংগতি পাওয়া গেছে। তবে আমরা আরও সময় নিয়ে তদন্ত করবো।