শ্যামনগরের গাবুরায় কপোতাক্ষের বেড়িবাঁধে ফাটল,আতঙ্কে গ্রামবাসী

0

শেখ আব্দুল হাকিম,শ্যামনগর (সাতক্ষীরা) ॥ দুই দিনের বৃষ্টিতে শ্যামনগর উপজেলার গাবুরায় কপোতাক্ষ নদের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
গাবুরার স্থানীয় বাসিন্দা হোসেন আলী জানান, বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪নং ওয়ার্ডের কোহিনুর বিশ্বাসের মৎস্য ঘেরের পাশে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বেড়িবাঁধ ভেঙে গাবুরা ইউনিয়ন প্লাবিত হয়ে জানমালের এবং চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
গাবুরা ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। বৃহস্পতিবার সকালে তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে। গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বেড়িবাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।
শ্যামনগরে পাউবোর ১৫নং পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক বলেন, আমরা জানতে পেরে দ্রুত জিও ব্যাগ দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই ফাটলের স্থানে কাজ শুরু হবে।