বাগেরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা॥ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয় ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।