চৌগাছায় আলী হোসেন হত্যাকাণ্ডে ৬ জনকে আসামি করে থানায় মামলা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আলী হোসেন খোকন হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই সাইফুল ইসলাম মামলা করেন। পুলিশ এ মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে। এ হত্যাকাণ্ডে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
থানা সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেনের বড় ভাই ব্যবসায়ী সাইফুল ইসলাম গত শনিবার রাতে থানায় হত্যা মামলা করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩নং আসামি উপজেলার হিজলী গ্রামের বাসিন্দা ও হুদাপাড়া মহল্লার জামাই আব্দুল মালেককে আটক করে।
চৌগাছা থানার অফিসার ইনচাজ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,গত শনিবার রাতে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত শনিবার রাত ৮ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে আলী হোসেন খোকনকে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীরা উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকাণ্ডের পর হতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।