চৌগাছার হাইস্কুলে হঠাৎ করে নিয়োগ পরীক্ষা স্থগিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার একটি মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে হঠাৎ স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তড়িঘড়ি করে প্রতিষ্ঠান বন্ধের দিন কর্তৃপক্ষ নিয়োগের সকল আয়োজন সম্পন্ন করেন। এ নিয়ে এলাকায় নানা সমালোচনা শুরু হয়।
অভিযোগ রয়েছে, উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি পদ বেশ কিছুদিন ধরে শূন্য আছে। পদগুলো হচ্ছে আফিস সহায়ক, আয়া ও নিরাপত্তা কর্মী। স্কুল পরিচালনা পরিষদ ও প্রধান শিক্ষকের শূন্য পদে লোক নিয়োগে ২০২২ সালে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। মামলা জিটলতায় ওই সময় নিয়োগ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে এক প্রকার হঠাৎ করেই ওই শূন্য পদে লোক নিয়োগে প্রস্তুুতি নেন কর্তৃপক্ষ, সে অনুযায়ী ২৭ জুলাই শনিবার ছিল নির্ধারিত দিন। সকালে সম্ভাব্য প্রার্থীগণ, তাদের স্বজন, স্কুল পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা হাজির হন বিদ্যালয়ে। সকাল ১০টার দিকে অজ্ঞাত কারণে নিয়োগ স্থগিত করেন কর্তৃপক্ষ।
একাধিক সূত্র থেকে জানা গেছে, তিনটি শূন্য পদে নিয়োগের জন্যে স্কুল কর্তৃপক্ষ তিন প্রার্থীকে আগেই চূড়ান্ত করেন। তাদের নিকট হতে মোটা অংকের অর্থ বাণিজ্য করা হয়েছে। কমিটির সাধারণ সদস্যদের ভুল বুঝিয়ে রেজুলেশনে সই নিয়ে যেনতেনভাবে নিয়োগ সম্পন্ন করতে চেয়েছিলেন কর্তৃপক্ষ। তারা উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের ভুল বুঝিয়ে নিয়োগ বোর্ডে হাজির করেন। পরবর্তীতে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে এলে তারা নিয়োগ স্থগিত করেন।
স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমানের নিকট জানতে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি স্বরুপদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন বলেন, বিধি মোতাবেক সকল নিয়ম মেনেই নিয়োগের ব্যবস্থা করা হলেও পরে তা বন্ধ হয়ে যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কিছু সমস্যা আছে। তাই আপাতত নিয়োগ স্থগিত করা হয়েছে।