যশোরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় এক সংগঠককে ধরে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
অন্যান্য দিনের মতো সোমবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় বৈষম্যমূলক কোটা বিরোধী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীেেগর কর্মীরা। তারা মাসুম নামে এক আন্দোলনকারীকে ধরে নিয়ে গেছে বলে আন্দোলনকারীরা গণমাধ্যম কর্মীদের কাছে বলেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা দুপুর ১২টায় পালবাড়ি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে সেখানে যান।
এর আগে, শহরের মুজিব সড়কে আন্দোলনকারীরা প্রেস ক্লাব যশোরের সামনে অবস্থান নেন। অবস্থান চলাকালে কোটা সংস্কার আন্দোলনের সংগঠক রাশেদ খান অভিযোগ করেন, সরকারি এম এম কলেজ থেকে আসা একটি মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। তারা কয়েকটি মোটরসাইকেলে এসে মিছিলে থাকা শিক্ষার্থীদের হেলমেট দিয়ে মারধর করে এবং তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় এম এম কলেজের শিক্ষার্থী ও সংগঠক মাসুমকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রাশেদ খান।
এ বিষয়ে জানতে দুপুরে যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের খবর তার জানা নেই।
আন্দোলনকারীরা জানান, তারা প্রধানমন্ত্রীর অযৌক্তিক বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে সব ধরনের কোটার সংস্কার চান। স্কুল-কলেজ, চাকরি সব ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু সরকার ও তার লোকেরা এটি ভিন্নখাতে প্রবাহিত করে নিয়মতান্ত্রিক আন্দোলনকে সহিংস পথে ঠেলে দিচ্ছে।