বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিস্তারিত কর্মসূচি পালনের মধ্যে দিয়ে যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কবর জিয়ারত, স্মরণসভা, দোয়া মাহফিল, কুরআনখানি, খাবার বিতরণ ও আর্থিক অনুদান প্রদান। প্রয়াত বিএনপি নেতা নূর-উন-নবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলা বিএনপি, এলাকাবাসী ও তার পরিবার পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে।
সকালে সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ শহরের কারবালা কবরস্থানে গিয়ে প্রয়াত বিএনপি নেতা নূর-উন-নবীর কবর জিয়ারত করেন। পরে এলাকাবাসীর আয়োজনে শংকরপুরের প্রয়াত নূর-উন-নবীর বাসভবনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। পরে বাদ জোহর পারিবারিক আয়োজনে শংকপুরের নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন এতিমখানায় কুরানখানি অনুষ্ঠিত হয় এবং এতিমদের মাঝে খাবার বিতরণ, বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো. ইসহক, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, আলাউদ্দিন আলা, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনাসরুল হক রানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।