মনিরামপুরে চালকের গলায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে আটক

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে যাত্রীবেশে চালকের গলায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে জনতার হাতে দুইজন আটক হয়েছে। রক্তাক্ত অবস্থায় ইজিবাইক চালককে উদ্ধারের পর ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইজিবাইক চালক রনি হোসেন মনিরামপুর পৌরশহরের বিজয়রামপুর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। এ ঘটনায় রোববার মনিরামপুর থানায় একটি মামলা করা হয়েছে। আটক ছিনতাইকারীরা হলেন, যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকার কানাই হালদারের ছেলে খোকন হালদার এবং কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলার কামাত আঙ্গারীয় গ্রামের সোলায়মান আলীর ছেলে রবিউল ইসলাম।
খেদাপাড়া ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক ও এলাকাবাসী জানান, শনিবার রাত ১০ টার দিকে খেদাপাড়া বাজার থেকে খোকন হালদার ও রবিউল ইসলাম নামে দুই ব্যক্তি যাত্রী পরিচয়ে যশোর যাবার উদ্দেশ্যে রনি হোসেনের ইজিবাইকে ওঠেন। যশোরে যাবার সময় পথিমধ্যে রাত সাড়ে ১০ টার দিকে গাঙ্গুলিয়া মোড়ের ফাঁকা স্থানে পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা রনির কাছ থেকে ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ইজিবাইক চালক রনির সাথে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা রনির গলায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু এ সময় রক্তাক্ত অবস্থায় রনির চিৎকারে আশপাশের লোকজন এসে ধাওয়া দিয়ে হাতেনাতে খোকন হালদারকে আটক করেন। পরে খেদাপাড়া ফাঁড়ির পুলিশ গিয়ে জনতার কাছ থেকে খোকনকে উদ্ধার করে।
এসআই আব্দুর রাজ্জাক জানান, আটক খোকনের স্বীকারোক্তিতে রাত দুইটার দিকে রোহিতার ভান্ডারী এলাকা থেকে জনতার সহায়তায় অপর ছিনতাইকারী রবিউল ইসলামকে আটক করা হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ জানান, আটক দুইজনের বিরুদ্ধে ইজিবাইক চালক রনির পিতা আবুল কালাম আজাদ একটি মামলা করেছেন। আটক দুইজনকে আদালতে চালান দেওয়া হয়েছে।