স্পেন থেকে দেশে এসে খুন হলেন মা , মেয়ে আহত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলার পল্লীতে চোরের ছুরিকাঘাতে স্পেন প্রবাসী ফেরদৌসি বেগম (৫২) নিহত ও তার মেয়ে জান্নাতি খাতুন (১১) জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী বাজারে। নিহত ফেরদৌসি বেগম ওই গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী।
আলতাফ হোসেন ও তার স্ত্রী ফেরদৌসি বেগম, ২ ছেলে ও এক মেয়েসহ সপরিবারে স্পেনে বসবাস করতেন। গত ৫/৬ মাস আগে বড় ছেলেকে বিয়ে দেওয়ার জন্যে সপরিবারে দেশে ফেরেন। ছেলের বিয়ের পর আলতাফ হোসেন ও বড় ছেলে স্পেনে চলে যান। ছোট ছেলে মামুনকে সম্প্রতি একটি মাদ্রাসা হেফজ বিভাগে ভর্তি করেন। ফলে ওই বাড়িতে ফেরদৌসি বেগম ও তার মেয়ে জান্নাতি বসবাস করছিলেন। এই সুযোগে শনিবার গভীর রাতে চোরেরা রান্না ঘরের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। মালামাল চুরি করার সময় ফেরদৌসি বেগম টের পেয়ে যাওয়ায় চোরেরা তার বাম কানের পাশে, ডান হাতের আঙুলে, বুকের বাম পাশেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই স্পেন প্রবাসী ফেরদৌসি বেগম নিহত হন। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনের বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় চোর। জান্নাতি খাতুনের চিৎকারে পাশের বাড়িতে থাকা চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচি নিলুফা খাতুনসহ স্থানীয়রা এসে পুলিশে খবর দেন ও জান্নাতিকে যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে নাভারণ সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ মর্গে পাঠান।
এদিকে ফেরদৌসি বেগমের মৃত্যুর খবর পেয়ে স্পেন প্রবাসী স্বামী আলতাফ হোসেন ও ছেলে দেশের পথে রওনা হয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝিকরগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) ইব্রাহিম খলিল ঘটনাস্থলে ছিলেন। তবে ঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত কিম্বা আটক করতে পারেনি পুলিশ।