ঝিনাইদহে কোটাবিরোধী পদযাত্রা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ সরকারি চাকরিতে কোটা পুর্নবহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার ঝিনাইদহে পদযাত্রাসহ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন। রোববার সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে জড়ো হতে থাকে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল চত্বরে।
বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝিনাইদহ শহরে পদযাত্রা শুরু করতে গেলে প্রথমে পুলিশি বাধার সম্মুখীন হন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কর্মসূচি শুরু করেন। পদযাত্রার সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা শ্লোগান দিতে থাকেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইডেন কলেজের শিক্ষার্থী শারমিন সুলতানা, ইবির শিক্ষার্থী এনামুল হক, আবু রায়হান, কেসি কলেজের তাসনিমা খাতুন, রিহান হোসেন, নুসরাত জাহান সাথী, ইলমা রহমান, স্বাধীন হোসেন ও আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।