চুয়াডাঙ্গায় সফল উদ্যোক্তা সম্মাননা

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় সফল উদ্যোক্তাদের সম্মাননা ও নগদ টাকা প্রদান করা হয়েছে। রোববার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে গো-গ্রিন সেন্টার মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কারুজ্জামান যুদ্ধর সঞ্চালনায় অনুষ্ঠিত সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।
অনুষ্ঠানের ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন। ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.নিলীমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির,ফাউন্ডেশনের উপপরিচালক কিতাব আলী ও সমন্বয়কারী আব্দুস সালাম।