আজ যশোরে শ্রমিক লীগের দুই পক্ষের পৃথক জেলা সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ আজ যশোর জেলা শ্রমিক লীগের দুই পক্ষ দুই স্থানে জেলা সম্মেলনের আয়োজন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বিকেল ৩ টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক লীগের একাংশের উদ্যোগে সম্মেলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই সম্মেলনের মূল আয়োজকের ভূমিকায় রয়েছেন সংগঠনটির জেলা শাখার যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন। সম্মেলনটিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ কে.এম. আযম খসরু। একই সম্মেলনে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারও উপস্থিত থাকবেন বলে সংবাদপত্রে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
এদিকে একই দিনে ঠিক একই সময়ে শহরের পৌর কমিউনিটি সেন্টারে পৃথক সম্মেলনের আয়োজন করেছেন সংগঠনটির জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এই দুই নেতা যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অতি আস্থাভাজন বলে জানা গেছে। সংবাদপত্রে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তোফায়েল আহমেদ।
এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিডি হলে যে সম্মেলন অনুষ্ঠিত হবে সেটি শাহীন চাকলাদার গ্রুপের। ওই সম্মেলন সম্পর্কে আমরা জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতাকর্মীদের জানানো হয়নি।
তিনি বলেন, শাহীন চাকলাদার শ্রমিক লীগকে তার পকেটে তুলতে তার অনুসারীদের দিয়ে এ সম্মেলনের আয়োজন করেছেন। অথচ একটি সংগঠনের সম্মেলন করতে হলে পূর্ব প্রস্তুতি নিতে হয়। এখানে তার কোনো কিছুই অনুসরণ করা হয়নি। এজন্য আমরা ওই সম্মেলন বয়কট করে পাল্টা সম্মেলনের ডাক দিয়েছি।
তবে এ বিষয়ে জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে ফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, দলীয় কোন্দলের কারণে যশোর আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ সংকট চলে আসছে। এর ফলে দলটির জেলা ও থানা পর্যায়ে কয়েক গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। তবে এর মধ্যে জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংকট চরমে উঠেছে। দলটি একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এর একটিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও অন্যটিতে স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ রয়েছেন। শাহীন চাকলাদারের সাথে দলটির জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলনও আছেন। এরইমধ্যে সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদের নেতৃত্বে আরেকটি গ্রুপেরও জন্ম নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে আজকের শ্রমিক লীগের সম্মেলনের আয়োজকরা এমপি নাবিলপক্ষীয় বলে জানা গেছে।