বর্তমান সরকারের আমলে উন্নয়নের মধ্যেও দুর্নীতি হয়েছে : যশোরে নবাগত সিভিল সার্জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের নবাগত সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেছেন, বতর্মান সরকারের আমলে দেশে উন্নয়ন হয়েছে। উন্নয়নের মধ্যে দিয়ে দুর্নীতিও হয়েছে। সেই দুর্নীতির সাথে যারা জড়িত, আজ তাদের অনেকের মুখোশ উন্মোচন হচ্ছে। সাংবাদিকদের কল্যাণে ইতোমধ্যে অনেক সরকারি কর্মকর্তাদের দুর্নীতি উন্মোচিত হয়েছে।
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় মাহমুদুল হাসান আরও বলেন, আগামী ১৯ জুলাই শুক্রবার যশোর সিভিল সার্জন অফিসে নয়টি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষা শতভাগ সুষ্ঠু ও দুর্র্র্নীতিমুক্ত, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এখানে স্বজনপ্রীতি, অফিসপ্রীতি চলবে না। এই নিয়োগ প্রার্থীদের আর্থিক লেনদেন মুক্ত থাকবে। কেউ যদি কোনপ্রকার আর্থিক লেনদেনে যুক্ত হয়, তার দায়ভার ওই নিয়োগ প্রার্থীকে নিতে হবে। তাদের শতভাগ ও যোগ্যতার প্রমাণ দিয়েই চাকরি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নয়টি পদের বিপরীতে ৩৫ হাজার ৪৪১ জন আবেদনকারীর মধ্যে কম্পিউটার অপারেটর হিসেবে ৩টি শূন্য পদের বিপরীতে ১১৭ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হিসেবে ১টি শূন্য পদের বিপরীতে ২৮, পরিসংখ্যানবিদ হিসেবে ৩টি শূন্য পদের বিপরীতে ১৯১, কীটতত্ত্বীয় হিসেবে ২টি শূন্য পদের বিপরীতে ১৫৩ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান হিসেবে ২টি শূন্য পদের বিপরীতে ১৩, অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে ৬টি শূন্য পদের বিপরীতে ৬৬৯, স্টোরকিপার হিসেবে ৭টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ৯৬০, স্বাস্থ্য সহকারী পদে ১৭১ টি শুন্য পদের বিপরীতে ৩১ হাজার ৩৬ ও ড্রাইভার হিসেবে ৪টি শূন্য পদের বিপরীতে ২৭৪ জন আবেদন করেছেন। যশোর শহরের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানকে লিখিত পরীক্ষার ভেন্যু হিসেবে নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, মেডিকেল অফিসার রেহেন নেওয়াজ, মেডিকেল অফিসার (সংযুক্ত- এমআইএস সেল, সিভিল সার্জন অফিস) অনুপম দাস প্রমুখ।