কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে যশোরে যুবদলের মিছিল

0

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে যশোর জেলা যুবদল। বুধবার জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানার নেতৃত্বে এম এম আলী রোডে সমবায় মার্কেট এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি এম আলী রোড হয়ে চিত্রামোড় ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে যুবদল নেতৃবৃন্দ বলেন, বর্তমান ডামি সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তাদের দুঃশাসনে অতীষ্ঠ জাতি আজ মুক্তির অপেক্ষায়। ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে রক্ষা করতে দুর্বার আন্দোলনের বিকল্প নেই। জাতির ক্রান্তিলগ্নে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছেন। সেটি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।