চুয়াডাঙ্গায় বেপরোয়া মোটরসাইকেলে প্রাণ গেল চালকের

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার বড়শলুয়া গ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক হাদিউর রহমান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী জনি (৩০)। এ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের কাছে।
নিহত হাদিউর রহমান তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাসপাড়ার মোহাফিজুর রহমান শান্তির ছেলে ও আহত জনি একই ইউনিয়নের একই গ্রামের দাসপাড়ার আব্দুল জলিলের ছেলে। নিহত হাদিউর রহমান বড়শলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।
গ্রামবাসীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, দুই বন্ধু হাদিউর রহমান ও জনি গভীর রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের কাছে পৌঁছুলে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দু’জনেই মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাদিউর রহমানকে মৃত ঘোষণা করেন ও আহত জনি আহমেদকে উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।