ঝিকরগাছায় আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে প্রতি বছরের মতো এসএসসিতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানপূর্ব এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগছার রাজাপটির সংস্থার অস্থায়ী কার্যালয়ে বুধবার বিকেলে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফ হোসেন স্বপন। উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল হোসেন, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুর রহমান, শিমুরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, যশোর আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহসিন আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশরাফুল আলম ও রমীজ উদ্দিন, সম্মিলনী মহিলা কলেজের অধ্যাপক কাজী মাওলানা ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সহসভাপতি আতাউর রহমান জসি, অবসরপ্রাপ্ত শিক্ষক নুর মোহাম্মদ, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ। আগামী শনিবার উপজেলা পরিষদ উম্মুক্ত মঞ্চে এ বছর এসএসসিতে এ প্লাস প্রাপ্ত উপজেলার সাড়ে ৪শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে বলে স্বেচ্ছাসেবী সংগঠন আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফ হোসেন স্বপন জানিয়েছেন।