কলারোয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বুধবার সকালে কলারোয়া সরকারি কলেজ চত্বরে নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকলকে বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম আনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল প্রমুখ।