শার্শায় দেনার দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার সাত মাইল এলাকার ব্যবসায়ী রুহুল আমিন মোল্লা (৪৪) দেনার দায়ে আত্মহত্যা করেছেন। রোববার দিবাগত রাতে নিজ বাড়িতে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি উপজেলার সাতমাইল গ্রামের মৃত মুজিবর মোল্লার ছেলে। সাতমাইল বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়ে লোকসান হয়ে রুহুল আমিন দেনায় জড়িয়ে পড়েন। দেনা পরিশোধ করতে না পেরে তিনি হতাশায় ভুগছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ব্যবসায়ীর আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।