বাঘারপাড়ায় অসুস্থদের মাঝে চেক বিতরণ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় শারীরিক অসুস্থদের ব্যক্তিদের মাঝে চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়। সোমবার দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল প্রধান অতিথি থেকে এ চেক হস্তান্তর করেন।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় এনামুল হক বাবুল এমপি বলেন, দুর্নীতির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। টিআর – কাবিখা নিয়ে দুর্নীতি করা চলবে না। তিনি বলেন, অনেকেই বলে থাকেন বাঘারপাড়া উপজেলায় এতদিন আইনের শাসন ছিল না। তবে এখন থেকে বাঘারপাড়ায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে শারীরিকভাবে অসুস্থ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অরুণ অধিকারীকে পাঁচ লাখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলাইকে একলাখসহ অসুস্থ পাঁচজনকে মোট ৮ লাখ টাকার চেক তুলে দেন এনামুল হক বাবুল এমপি। এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এফ এম আরশাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফরাজী), উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও দিলারা জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।