বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥  যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এফএম আরশাফুল কবির (ইঞ্জিনিয়ার বিপুল ফরাজী) দায়িত্বভার গ্রহণ করেছেন। একই সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও দিলারা জামান দায়িত্বভার গ্রহণ করেন। সোমবার দুপুরে বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এফএম আরশাফুল কবিরের (ইঞ্জিনিয়ার বিপুল ফরাজী) সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরআগে এদিন বেলা সাড়ে ১২ টার দিকে যশোর- ৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল ও শতাধিক দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে উপজেলা পরিষদ অভ্যন্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত  উপজেলা চেয়ারম্যান।