ডুমুরিয়ায় মিল মালিকের ৪শ মণ ধান আত্মসাতের অভিযোগ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় এক ফড়িয়ার বিরুদ্ধে মিল মালিকের ৪০০ মণ ধান আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার আঠারোমাইল বাজারে জামান অটো রাইস মিলের মালিক মো. কামরুজ্জামানকে ধান সরবরাহ করে আসছেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রামের ফড়িয়া অসিত মজুমদার। তিনি গত ৩ জুলাই পিরোজপুরের নাজিরপুর এলাকার ধান ব্যবসায়ী শরিফুল ইসলামের কাছে ৪৩৭ মণ ধান আনতে যান। এ জন্যে মিল মালিক কামরুজ্জামান শরিফুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে ৪ লাখ ৫০ হাজার টাকা জমা দেন।
কিন্তু শরিফুল ইসলামের গুদামে ৪৩৭ মণ ধান না থাকায় তিনি ফড়িয়া অসিত মজুমদারের কাছে ৩৮০ মণ ধান এবং ৩৪ হাজার ৩০০ টাকা বুঝে দেন। কিন্তু ধান নিয়ে অসিত মজুমদার আর ফিরে আসেনি। দু দিন তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। এক পর্যায়ে ৫ জুলাই ফড়িয়া অসিতের সাথে মোবাইল ফোনে যোগাযোগ হয় মিল মালিক কামরুজ্জামানের। এসময় অসিত তাকে জানান ধান অন্যত্র বিক্রি করে দিয়েছি আমি আপনাকে টাকা দিয়ে দেব। কামরুজ্জামান তাকে ধান বা টাকা দেওয়ার জন্যে চাপ দিতে থাকলে গত শনিবার অসিত তাকে টাকা দেবে না বলে জানিয়ে দেন এবং বেশি বাড়াবাড়ি করলে তাকে জীবননাশের হুমকি দেন। এ ব্যাপারে ওই দিন মিল মালিক কামরুজ্জামান ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।